বেসিক_কেয়ার_কেন_জরুরি!?
#বেসিক_কেয়ার_কেন_জরুরি!?
বেসিক কেয়ার কেন করতে বলি এ প্রশ্নটা হয়তো অনেকের মাথায় ঘুরপাক খায়।অনেকেই ভাবে দাগের জন্য একটা সিরাম ইউজ করলেই তো হয়,বেসিক কেয়ারের কি দরকার?
জি আজ সেটারই উত্তর দিবো ইন শা আল্লাহ।
প্রথমত বুঝতে হবে বেসিক কেয়ার কেন করা হয়!বেসিক কেয়ারে তিনটা প্রোডাক্ট (ফেসওয়াশ,সানস্ক্রিন,ময়েশ্চারাইজার)ইউজ করতে হয়।সাথে ডাবল ক্লিনজিং।এখন কথা হচ্ছে বেসিক কেয়ার করলেই কি স্কিন ঠিক হবে বা এর দরকার টাই বা কি!আমার দাগের সমস্যা,আমি সিরাম ব্যবহার করবো।বেসিকের কি দরকার!
এমন কথা অনেকেই ভাবেন।
আচ্ছা ধরেন আপনার রুম অনেক ময়লা।এখন সেই ময়লা রুমেই যদি ফুলদানি বা শোপিস দিয়ে সাজান সেটা কি ভালো লাগবে?নাকি আগে রুম ক্লিন করে এরপর সাজাবেন?অবশ্যই আগে রুম ক্লিন করতে হবে!
আমাদের স্কিনটাও তেমন।আগে স্কিনের ময়লা দূর করতে হবে,ব্রনের সমস্যা বা অতিরিক্ত অয়েল দূর করার কথা ভাবতে হবে।এরপর দাগ বা ব্রাইটনেস নিয়ে ভাবতে হবে।স্কিনে যদি ব্রন থাকে তাহলে দাগের জন্য সিরাম ইউজ করে লাভ অাছে?আগে তো ব্রন দূর করতে হবে,তাইনা?
এজন্যই বেসিক কেয়ার দরকার।আপনি যদি বেসিক কেয়ার ছাড়াই সিরাম বা কেমিক্যাল এক্সফলিয়েটর এড করেন রুটিনে তাহলে উপকারের থেকে ক্ষতি বেশি হবে।কারন বেসিক কেয়ারে আপনি সানস্ক্রিন ব্যবহার না করে একধাপ এগিয়ে সিরাম ইউজ করলে স্কিন ফটো সেনসিটিভ হয়ে যাবে।কিংবা ময়েশ্চারাইজার না ইউজ করলে স্কিনের অয়েল ইমব্যালান্সড হয়ে হয় অতিরিক্ত অয়েল প্রডিউস হবে,না হয় একবারেই অয়েল চলে গিয়ে স্কিন রুক্ষ হয়ে যাবে!
এবার বুঝলেন তো বেসিক কেয়ারের দরকার টা কতখানি!?
তবে বেসিক কেয়ার করলেই যে স্কিন ম্যাজিক্যালি ২দিনেই ঠিক হয়ে যাবে ব্যাপারটা এমন না।স্কিনকেয়ার মূলত একটা লং প্রসেস।মাসের পর মাস কেয়ার নিলে আস্তে আস্তে ঠিক হয়।তাই অবশ্যই হতাশ না হয়ে ধৈর্য ধরতে হবে।সমস্যা সমাধানের জন্য দুয়া করতে হবে।বেসিক কেয়ার স্কিনের সব সমস্যা দূর করতে পারেনা সবসময়।এজন্য সমস্যা অনুুযায়ী অন্যান্য প্রোডাক্ট এড করতে হয়।কিন্তু বেসিক কেয়ার ছাড়া সেসব এড করে লাভ নাই।
অনেকের ডাবল ক্লিনজিং করলেই ব্ল্যাক/হোয়াইটহেড কমে।সেক্ষেত্রে তো কেমিক্যাল এক্সফলিয়েটর এড করার দরকার পড়েনা।মাঝে দিয়ে টাকা টা বেঁচে যায়।এগুলোই বেসিকের উপকারিতা।
তাই সবার আগে স্কিনে যতই সমস্যা থাকুক বেসিক কেয়ার শুরু করুন।এরপর তিনমাস অপেক্ষা করুন।কি কি সমস্যা হচ্ছে বা কতটা সমস্যা কমেছে সেটা অবজার্ব করুন।গ্রুপে আপডেট/রিভিউ শেয়ার করুন।হেল্প লাগলে পোস্ট দিন।তাও বেসিকের দুইদিন পরই এসে সিরামের সাজেশন চাইয়েন না।স্কিনটাকে প্রোডাক্টের সাথে এডজাস্ট করতে সময় দিন।নিজে নিজে উল্টাপাল্টা ননব্র্যান্ড প্রোডাক্ট ইউজ করে স্কিনটার বারোটা বাজাইয়েন না।অন্যের স্কিনের সাথে নিজের স্কিনের তুলনা করবেন না।নিজের স্কিনকে বুঝতে শিখুন।কোনটা দরকার সেটা নিয়ে ভাবুন হুটহাট করে প্রোডাক্ট না কিনে।টুকটাক রিসার্চ করুন গুগল/ইউটিউব ঘেটে।
ধৈর্য ধরে কেয়ার নিন।আপনার স্কিনটা আপনার কাছে আমানতস্বরূপ।সেটাকে সুন্দরভাবে কেয়ার নিয়ে সংরক্ষন করুন।
Girls attitude
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন