বেসিক_স্কিনকেয়ার করার নিয়ম

 #বেসিক_স্কিনকেয়ার

#basic_skincare 





📌বেসিক স্কিন কেয়ার শুরু করতে চাইলে আগে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে শুরু করতে হবে। মনে রাখবেন এই প্রোডাক্টগুলো সাবুর মত কোনো ম্যাজিকাল প্রোডাক্ট না যে রাতারাতি কোরিয়ান গ্লাস- বাটি স্কিন হয়ে যাবে।যদি এমন টাই চান তাহলে এই পোষ্ট আপনার জন্য না আপু। 😮‍💨

বেসিক স্কিন কেয়ার করার পর স্কিন ঠিক করতে হলে আপনাকে কমপক্ষে ৩-৪ মাস সময় দিতে হবে। নতুন প্রোডাক্ট ব্যবহার শুরু করলে পার্জিং হতে পারে। তাই স্যুট করেনি এমন টা ভাববেন না। ধৈর্য ধরে ব্যবহার করে যাবেন। ❤️


🌚কিভাবে বুঝবো স্যুট করে নাই? 

📌 ব্যবহার করার পর Itching, Irritation, Burning, Breakouts হলে বুঝবেন স্যুট করে নি। 🙂

চেষ্টা করবেন পিরিয়ড ডেট আসার আগ দিয়ে কোনো নতুন প্রোডাক্ট এড না করতে। তাহলে বুঝবেন না প্রোডাক্ট এর কারণে ব্রণ হলো নাকি পিরিয়ড এর কারণে। 

কিন্তু স্কিন টাইপ অনুযায়ী কিনলে আর অরিজিনাল প্রোডাক্ট কিনলে স্যুট করবেই তাই কিনার আগে অবশ্যই প্রোডাক্ট নিয়ে রিসার্চ করবেন। কোন ingredients এ আপনার স্কিনে এলার্জি আছে সেইগুলো দেখে তারপর কিনবেন। প্লিজ। 🙂


🌼বেসিক স্কিন কেয়ারে কখনো ৩-৪ টা প্রোডাক্ট একসাথে ব্যবহার করা শুরু করবেন না। এতে দেখা যাবে স্কিন আরো খারাপ হবে। 

📌দুই সপ্তাহের মধ্যে একাধিক নতুন প্রোডাক্ট ব্যবহার করা শুরু করবেন না। 


🌼বেসিক শুরু করবেন একটি মাইল্ড ফেসওয়াশ দিয়ে। অবশ্যই স্কিন টাইপ অনুযায়ী ফেসওয়াশ ব্যবহার করবেন।

১ মিনিট সময় নিয়ে হালকা হাতে ফেসওয়াস দিয়ে মুখ ধুবেন। ১ সপ্তাহ ফেসওয়াশ টি ব্যবহার করার পর দেখবেন স্যুট করেছে কিনা।যারা স্কিন টাইপ অনুযায়ী ভালো ফেসওয়াশ কিনবে তাদের স্কিনে অবশ্যই স্যুট করবে। স্যুট করলেই এবার যাবেন পরের ধাপে👇


🌼এক সপ্তাহ তো ফেসওয়াশ ব্যবহার করলেন। স্যুট ও করলো। এবার একটি ভালো ময়েশ্চারাইজার এড করুন। আগামী ১ সপ্তাহ ময়েশ্চারাইজার স্যুট করে কিনা দেখুন। স্যুট করে গেলে পরবর্তী ধাপ 👇


 🌼এইবার একটি  সানস্ক্রিন এড করুন। ২ সপ্তাহ ব্যবহার করবেন। কিন্তু ডাবল ক্লিনজিং এর জন্য তখন ই কোনো ক্লিনজিং ওয়াটার এড করে ব্যবহার শুরু করবেন না।প্লিজ 🙂


🌚তাহলে কি ডাবল ক্লিনজিং করবো না! আপনারাই না বলেন ডাবল ক্লিনজিং করতে! 🤷‍♀️

📌আমি বলছি না ডাবল ক্লিনজিং বাদ দিয়ে দিতে। ডাবল ক্লিনজিং নিঃসন্দেহে স্কিনের জন্য অনেক ভালো। কিন্তু এই সপ্তাহে মাইসেলার ওয়াটার এড করবেন না। প্লিজ🙅‍♀️ 

রাতের রুটিনে সেই মাইল্ড ফেসওয়াশ টি দিয়ে দরকার পড়লে ২ বার মুখ ধুয়ে ফেলবেন। ব্যাস। 💁‍♀️ 


🌼 ফেসওয়াশ, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন স্যুট করলো? এইবার এড করবেন একটি ক্লিনজিং ওয়াটার/অয়েল/ব্লাম। অবশ্যই স্কিন টাইপ দেখে কিনবেন। এইটা বেসিক এর লাস্ট প্রোডাক্ট। 

এর পর সব স্যুট করে গেলে এইভাবেই স্কিন কেয়ার করবেন সব সময়। বাদ দিবেন না কেয়ার করা। 

দিনে: ফেসওয়াশ> ময়েশ্চারাইজার> সানস্ক্রিন

রাতে: ডাবল ক্লিনজিং> ফেসওয়াশ> ময়েশ্চারাইজার


🥀Summary: 

1. Add a Mild facewash. One week monitoring. 

2. Now add a good Moisturizer and one week monitoring. 

3. Then add Sunscreen. Two week monitoring. 

5. At last Add a Cleansing water for double cleansing.🥀


📌চেস্টা করবেন ৩-৪টা প্রোডাক্ট একসাথে না কিনার জন্য। কারণ বাসায় এক মাস ধরে ফেলে রাখতে মনে চাবে না। একসাথে ব্যবহার করে ফেলবেন, তখন স্কিন ভালোর থেকে আরো বেশি খারাপ হবে। প্রথমে ফেসওয়াশ আর ময়েশ্চারাইজার কিনবেন। তারপর সানস্ক্রিন আর ক্লিনজিং ওয়াটার কিনবেন। 


🌚আপু স্কিনে স্যুট করছে কিনা এইটা বুঝতে বুঝতেই তো দেড়- দুই মাস লেগে যাবে! 😭 

📌জ্বি লাগবে। ওই যে শুরু তেই তো বললাম বেসিক স্কিন কেয়ার শুরু করার আগে ধৈর্য ধরেই শুরু করতে হবে। 🙂


🌸আশা করছি সবাই এইবার ঠিক মত বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে। সবার আগে দরকার ধৈর্য। তারপর বাকি সব। অল্পতেই হতাশ হবে না। কোনো কিছু কিনার আগে যাচাই বাছাই করবেন। গ্রুপে জিজ্ঞাসা করে নিবেন। নিজেকে ভালোবাসুন। নিজের যত্ন 



মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ