Hsc এক্সাম এ ব্লগিং করা সেই প্রেরণা পেল মেডিকেলে chance!
এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে মোটামুটি নেট দুনিয়ায় ব্লগ করে ভাইরাল হয়েছিলেন প্রেরণা। তার এই ব্লগিং করে তুলেছিল ব্যাপক সমালোচনা তবে রেজাল্ট এর দিন সে বন্ধ
বন্ধ করে দিয়েছিল সবার মুখ। এরপর তার ফেসবুক থেকে জানা যায় সে মেডিকেলে এক্সাম দিচ্ছে। এবার সে উত্তীর্ণ হয়েছে কিনা তা এখনো জানা যাই নি। তার ফেসবুক একাউন্টে সে এখন পর্যন্ত কোন পোস্ট করেন নি এই বিষয়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন