চুলের_যত্নে_মেহেদী
#চুলের_যত্নে_মেহেদী
চুলের যত্নে মেহেদী যে কতটা ভালো এবং গুরুত্বপূর্ণ সেটা আমরা আমাদের নানি দাদিদের আমল থেকে জেনে আসছি।মেহেদী যে শুধু চুলকে রং দেয় তা কিন্তু না,এটা চুলে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে। এছাড়াও চুলের গোড়া শক্ত করে এবং চুল লম্বা মসৃণ করতেও সাহায্য করে। তাই আজকে আপনাদের সাথে আমার প্রিয় এই প্যাকের রেসিপিটা শেয়ার করবো।
🌹সাপ্তাহিক প্যাকঃ এর জন্য লাগবে-
▪️মেহেদী গুড়া বা বাটা (১ কাপ)
▪️মেথি গুড়া বা বাটা (১ চা- চামচ)
▪️পানি পরিমাণ মতো
মেহেদী পাতা আর মেথি এক রাত আগে ভালো করে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালে উঠে একসাথে বেটে নিতে হবে। বাটা হয়ে গেলে এর সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে প্যাস্টের মতো বানিয়ে নিতে হবে। এবার এটাকে ৩০-৪০ মিনিট ঢেকে রেখে দিতে হবে। ৩০-৪০ মিনিট পর পুরো চুলে সুন্দর মতো লাগিয়ে ১- ৩ ঘন্টা রেখে দিতে হবে। ১-৩ ঘন্টা পর পরিষ্কার পানি দিয়ে চুল ওয়াশ করে নিবেন। চাইলে সাথে সাথে শ্যাম্পু ব্যবহার করা যাবে।তবে আমি সাথে সাথে শ্যাম্পু করি না। যেই দিন মেহেদী দেই সেই দিন শুধু পানি দিয়ে ধুই। এর পরের দিন চুলে ভালো করে সরিষার তেল মেখে ১ ঘন্টা অপেক্ষা করি তারপর শ্যাম্পু করে নেই।এতে যেটা হয় মেহেদীর ব্যবহারের কারণে চুলে যেই রুক্ষ ভাব টা আসে সেটাও কেটে যায় আর আমার চুল হাইড্রেশনও পায়।
🌹মাসিক প্যাকঃ এর জন্য লাগবে-
▪️মেহেদী (১কাপ)
▪️মেথি (১ চা-চামচ)
▪️ডিম (১ টা)/টক দই (আধা কাপ)
▪️লেবুর রস (১ টুকরো)
মেহেদী আর মেথিটা সেইম উপরের নিয়মে তৈরি করে নিতে হবে এবার এর সাথে ডিম এবং লেবুর রস মিশিয়ে নিতে হবে (কারও চুল বেশি লম্বা বা ছোট হলে লেবুর রস বাদে বাকি উপকরণ গুলোর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন) এইবার এই প্যাক টাকে ১ ঘন্টা চুলে লাগিয়ে অপেক্ষা করতে হবে এরপর শ্যাম্পু করে নিতে হবে। যেহেতু এখানে ডিম আছে তাই শ্যাম্পু ব্যবহার করতেই হবে। এই প্যাক টা মাসে একবার ব্যবহার করলেই যথেষ্ট।
#নোটঃ
যারা শুধু কন্ডিশনিং এর জন্য মেহেদী ব্যবহার করতে চান তারা ৩০ মিনিট থেকে ১ ঘন্টার জন্য লাগিয়ে নিবেন তাহলেই যথেষ্ট। আর যারা চান যে কন্ডিশনিং এর পাশাপাশি সুন্দর একটা রং আসুক তারা কমপক্ষে ২ ঘন্টা অথবা সর্বোচ্চ ৩ ঘন্টার জন্য মেহেদীর প্যাক ব্যবহার করবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন