Chottogram university result 2022-23
শ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি প্রকাশিত: ২০ মে ২০২৩, ১০:৩৪ এএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট আজও প্রকাশ হবে না। তবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট তৈরি হয়েছে। এতে ৪৫ দশমিক ২২ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। ফলাফল আজ শনিবার (২০ মে) প্রকাশ হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত আইসিটি সেলে রেজাল্ট জমা হয়নি। এ কারণে ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিটি সেল প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম। তিনি বলেন, ভর্তি পরীক্ষা কমিটি আমাদের কাছে এখনো রেজাল্ট জমা দেয়নি। দিলে আমরা ফাইনাল চেক করে দেওয়ার পর প্রকাশ করা হবে। আজ জমা দিলে রেজাল্ট কালই প্রকাশ হতে পারে। এর আগে গত শুক্রবার (১৯ মে) দিবাগত রাতে ভর্তি পরীক্ষা কমিটির জয়েন্ট কো-অর্ডিনেটর ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা বলেন, ‘এ’ ইউনিটের ফলাফল প্রস্তুত রয়েছে। তবে, আইসিটি সেল থেকে ফাইনাল চেক করার পর এটি প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, এবছর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাশের হার ৪৫ দশমিক ২২ শতাংশ। পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ৫৯ হাজার ৫০২ ...